তোমরা কেউ খ্যাপারে আর খ্যাপাইওনা,
খ্যাপা এবার নিজেই খ্যপেছে।
আয়ূ বেড়ে বায়ূ রোগে খ্যাপারে ধরেছে।
কেউবা বলে মরমি,কেউবা বলে যতি।
তোমরা কেউ বুঝবেনারে খ্যাপার মতিগতি।
খ্যাপা এবার রতের রথি হয়েছে।
কেউবা বলে মুনি, কেউবা বলে ঋষি।
মানব প্রেমে পড়ে খ্যাপা হলো এমন উদাসি।
রসে ঝসে মনের হরষে,খ্যাপা এবার মঝেছে।
খ্যাপা এবার নিজেই খ্যপেছে।
আয়ূ বেড়ে বায়ূ রোগে খ্যাপারে ধরেছে।
কেউবা বলে মরমি,কেউবা বলে যতি।
তোমরা কেউ বুঝবেনারে খ্যাপার মতিগতি।
খ্যাপা এবার রতের রথি হয়েছে।
কেউবা বলে মুনি, কেউবা বলে ঋষি।
মানব প্রেমে পড়ে খ্যাপা হলো এমন উদাসি।
রসে ঝসে মনের হরষে,খ্যাপা এবার মঝেছে।
কারো দোস ধরিলে আমি হই দোষি,আবার না ধরিলে সবাই খুশি,চশম খোরের মুখে মারবো জোরে একটা ঘুষি।
উত্তরমুছুন