রসের সন্ধানে নেমেছে খ্যাপা ঝস চায়
নারে।কারো বস মানেনা,পোষ মানেনা
খ্যাপা কারো ডর করে নারে।
ভেজালে ভরে গেছে ভবের এ হাঁট
বাজার।খাঁটি জিনিস মিলেনারে জুটা
কথায় খ্যাপা বেজার।তত্ব মত্ব সবি
সত্য নয়রে।
ভালো কথা বলে বড় লোকে,ভাল
কর্ম করে চর্ম লোকে।চোর চামচা
চলে সাধুর পোশাকে।কেউবা ভাল
কেউবা মন্দ,আবার কেউবার কপাল
মন্দরে এ তো জগতের ধন্ধরে।
নারে।কারো বস মানেনা,পোষ মানেনা
খ্যাপা কারো ডর করে নারে।
ভেজালে ভরে গেছে ভবের এ হাঁট
বাজার।খাঁটি জিনিস মিলেনারে জুটা
কথায় খ্যাপা বেজার।তত্ব মত্ব সবি
সত্য নয়রে।
ভালো কথা বলে বড় লোকে,ভাল
কর্ম করে চর্ম লোকে।চোর চামচা
চলে সাধুর পোশাকে।কেউবা ভাল
কেউবা মন্দ,আবার কেউবার কপাল
মন্দরে এ তো জগতের ধন্ধরে।