দিল দরিয়ারে বাবা,দিল দরিয়া তোমার
তোমার দিলটা যেন দিল দরিয়া।খ্যপারে
খ্যপাইয়া তুমি দিয়াছ পাগল বানাইয়া।
মা-বাবায় দিল চারে চারে আট আনা।
আট আনা পুঁজি করি লাভ করিলাম ষোল
আনা।ষোল আনা পুঁজি করি তোর দিল
দরিয়ায় দিলাম পাড়ি,লওরে ত্বরাইয়া বাবা
লওরে ত্বরাইয়া।
যত খাইরে হাবু ডুবু,ডাকবো তোরে আমি
তবু। তুই হলিরে রাজাধিরাজ আমার প্রানের
প্রভু।আমি শত আনা লাভ করিতে চাই রে
বাবা ষোল আনা লইয়ারে বাবা ষোল আনা
লইয়া।
তোমার দিলটা যেন দিল দরিয়া।খ্যপারে
খ্যপাইয়া তুমি দিয়াছ পাগল বানাইয়া।
মা-বাবায় দিল চারে চারে আট আনা।
আট আনা পুঁজি করি লাভ করিলাম ষোল
আনা।ষোল আনা পুঁজি করি তোর দিল
দরিয়ায় দিলাম পাড়ি,লওরে ত্বরাইয়া বাবা
লওরে ত্বরাইয়া।
যত খাইরে হাবু ডুবু,ডাকবো তোরে আমি
তবু। তুই হলিরে রাজাধিরাজ আমার প্রানের
প্রভু।আমি শত আনা লাভ করিতে চাই রে
বাবা ষোল আনা লইয়ারে বাবা ষোল আনা
লইয়া।