ঔরে খ্যপা.. মায়ের মত শাসন করিস,
বাপির মত সুধাস মোরে।ভুল গুলি
মোর হয়ে যাবার পরে।কেন আগে
সুধাস না আমারে।
ঔরে খ্যপা..
আমি পথে পথে কতো ভুল করি।
কতো চোর ডোরেরে ভক্তি করি।
তোর চরন চাড়ি,শরমে যাই মরি,
কেন সুধাস না তুই আমারে।
ঔরে খ্যপা....
তুই হলিরে মোর মনো মুর্শিদ,আমি
হলাম তোর আনাড়ি শারগীদ।শাহস
করে চলি,মনে মনে বলি,না ফোটা
কলি ফুটাবি তুই আমারে।
বাপির মত সুধাস মোরে।ভুল গুলি
মোর হয়ে যাবার পরে।কেন আগে
সুধাস না আমারে।
ঔরে খ্যপা..
আমি পথে পথে কতো ভুল করি।
কতো চোর ডোরেরে ভক্তি করি।
তোর চরন চাড়ি,শরমে যাই মরি,
কেন সুধাস না তুই আমারে।
ঔরে খ্যপা....
তুই হলিরে মোর মনো মুর্শিদ,আমি
হলাম তোর আনাড়ি শারগীদ।শাহস
করে চলি,মনে মনে বলি,না ফোটা
কলি ফুটাবি তুই আমারে।