এই ব্লগটা লগইন করার জন্য আপনাকে ধন্যবাদ।

আমি একজন জার্মান প্রবাসি।আজকে প্রায় বিশ বছর ধরে আমি এ দেশে বসবাস করিতেছি।বলা যায় জার্মান আমার দ্বিতীয় স্বদেশ।এর আগেও আমি আরো বেশ কয়টা দেশে অবস্হান এবং ভ্রমন করেছি।আমার জীবনের অর্ধেকের চেয়ে বেশীদিন এই নির্মম প্রবাসে কে্টে গেছে।এই প্রবাস আমাকে অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু খয়ে নিয়েছে।যা দিয়েছে,তার চেয়ে বেশী নিয়েছে।মা-বাবা বোন আত্মিয় স্বজন বন্ধু বান্ধব পড়শী, অনেককে চিরতরে হারিয়ে ফেলেছি।আবার যারা বেঁচে আছেন তাদেরকে ও অনেক দিন ধরে দুচোখে দেখিনা।আমার দুভাইয়ের সাথে দেখা হলো প্রায় আঠার বছর পরে।দেশে গেলে এক প্রজন্মকে তো মোটেই চিনিনা।যাদেরকে চিনি তাদের মাঝে সে আগের মত আর আন্তরিকতা নাই।মনে খুব কস্ট পাই।জার্মান আমার দ্বিতীয় স্বদেশ হলেও আমি মনে প্রানে একজন খাঁটি বাঙালী।প্রতিদিন প্রতিখ্খন আমার জন্মভূমি সোনার বাংলার কথা মনে পড়ে একে একে সকল স্বজনের কথা মনে পড়ে,সবার ভালবাসায় গিরে ধরে প্রতিনিয়ত আমাকে কাঁধায়।আমি কেঁধে কেঁধে সবাইকে উদ্দেশ্য করে আত্মার ভাষায় সাজায়েছি গীতলতা।ভালবাসার কথাতো শুধু আত্মার মুখেই বলতে পারে। -----ফারুক।

বুধবার, ৬ এপ্রিল, ২০১১

ঔরে খ্যপা...

ঔরে খ্যপা.. মায়ের মত শাসন করিস,
বাপির মত সুধাস মোরে।ভুল গুলি
মোর হয়ে যাবার পরে।কেন আগে
সুধাস না আমারে।

ঔরে খ্যপা..
আমি পথে পথে কতো ভুল করি।
কতো চোর ডোরেরে ভক্তি করি।
তোর চরন চাড়ি,শরমে যাই মরি,
কেন সুধাস না তুই আমারে।

ঔরে খ্যপা....
তুই হলিরে মোর মনো মুর্শিদ,আমি
হলাম তোর আনাড়ি শারগীদ।শাহস 
করে চলি,মনে মনে বলি,না ফোটা
কলি ফুটাবি তুই আমারে।

ঔরে খ্যপা....

ঔরে খ্যপা, তুই ধরলিরে হালের কুঁন্ডি,
জুমাইল দিলি আমার কাঁন্দে।আমি গরুর
মত টানি নাঙল পড়িযা তোর ফাঁন্দে।

ঔরে খ্যপা,চাস করিলি তুই সোনার ফসল
এই সুকনো মাটিতে।কত ঘু ঘু ছুটে আসে
ঠুকে ঠুকে খাইতে।সে ডরেতে তোর হালের
গরুটা কান্দে।

ঔরে খ্যপা,কেমন চাষি হলিরে তুই মানুষেরে
বানাইলি তুই গরু।আমি করিলাম শুরু ভাবিয়া
তোরে গুরু।আমারে তুই পালাইলি এ কোন ধন্ধে।

খ্যপা বলে বলেরে---

খ্যপা বলে বলেরে.....
মাটির ঘর মাটির বিছানা,তোমার
আমার স্হায়ি ঠিকানা।কেন বুঝনারে
ভাই,কেন বুঝনা।

তোমার দালান কোঠা সোনার পালঙ
আরাম কেদারা।আয়েশী জীবন করবে
তোমায় ঘর চারা।তুমি যাবে একা একা
সাথে কিছু যাবে নারে,কিছুই যাবেনা।

যতই করো চল্ চাতুরি,যতই করো
বড়াই বাহাদুরি।আজ না হয় কাল
তুমি যাবে মরি।তোমার নিথর দেহ
পড়ে রবেরে,,,তুমি কিছু করতে
পারবে না রে কিছুই করতে পারবে না।

আমি যারে চাই,

আমি যারে চাই,পাইনারে তারে খ্যাপা,
যারে পাই তারে চাইনা।তার লাগিয়া
জীবনটারে শেষ করে দেবার তো কোন
মানে হয়না।

আমি খুজিলাম তারে দেশ দেশান্তরে,
সে তো বসত করে আমার অন্তরে।
আমি কেমন করে দেখি তারে,অন্তর
আমার বন্ধরে।দেখা যায় না।

বহু গুনে বহু রুপে বিলাসি সেজন।
আমি তারি প্রেমের আসিক এক জন।
আমি তারি প্রেমে পড়ে,ডুব দিয়েছি সুর
সাগরে।ভিবাগী হলাম আমি এ মায়া
কানন আর চাইনা।