খ্যপা বলে বলেরে.....
মাটির ঘর মাটির বিছানা,তোমার
আমার স্হায়ি ঠিকানা।কেন বুঝনারে
ভাই,কেন বুঝনা।
তোমার দালান কোঠা সোনার পালঙ
আরাম কেদারা।আয়েশী জীবন করবে
তোমায় ঘর চারা।তুমি যাবে একা একা
সাথে কিছু যাবে নারে,কিছুই যাবেনা।
যতই করো চল্ চাতুরি,যতই করো
বড়াই বাহাদুরি।আজ না হয় কাল
তুমি যাবে মরি।তোমার নিথর দেহ
পড়ে রবেরে,,,তুমি কিছু করতে
পারবে না রে কিছুই করতে পারবে না।
মাটির ঘর মাটির বিছানা,তোমার
আমার স্হায়ি ঠিকানা।কেন বুঝনারে
ভাই,কেন বুঝনা।
তোমার দালান কোঠা সোনার পালঙ
আরাম কেদারা।আয়েশী জীবন করবে
তোমায় ঘর চারা।তুমি যাবে একা একা
সাথে কিছু যাবে নারে,কিছুই যাবেনা।
যতই করো চল্ চাতুরি,যতই করো
বড়াই বাহাদুরি।আজ না হয় কাল
তুমি যাবে মরি।তোমার নিথর দেহ
পড়ে রবেরে,,,তুমি কিছু করতে
পারবে না রে কিছুই করতে পারবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন