ঔরে খ্যপা, তুই ধরলিরে হালের কুঁন্ডি,
জুমাইল দিলি আমার কাঁন্দে।আমি গরুর
মত টানি নাঙল পড়িযা তোর ফাঁন্দে।
ঔরে খ্যপা,চাস করিলি তুই সোনার ফসল
এই সুকনো মাটিতে।কত ঘু ঘু ছুটে আসে
ঠুকে ঠুকে খাইতে।সে ডরেতে তোর হালের
গরুটা কান্দে।
ঔরে খ্যপা,কেমন চাষি হলিরে তুই মানুষেরে
বানাইলি তুই গরু।আমি করিলাম শুরু ভাবিয়া
তোরে গুরু।আমারে তুই পালাইলি এ কোন ধন্ধে।
জুমাইল দিলি আমার কাঁন্দে।আমি গরুর
মত টানি নাঙল পড়িযা তোর ফাঁন্দে।
ঔরে খ্যপা,চাস করিলি তুই সোনার ফসল
এই সুকনো মাটিতে।কত ঘু ঘু ছুটে আসে
ঠুকে ঠুকে খাইতে।সে ডরেতে তোর হালের
গরুটা কান্দে।
ঔরে খ্যপা,কেমন চাষি হলিরে তুই মানুষেরে
বানাইলি তুই গরু।আমি করিলাম শুরু ভাবিয়া
তোরে গুরু।আমারে তুই পালাইলি এ কোন ধন্ধে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন