আমার খ্যাপা এবার খেয়াজানে বসেছে।
ভূলকে দূলকে খ্যাপা রতের রথী হয়েছে।
যুদ্ধবিদ্যা শিখে খ্যাপা রনে নেমেছে।
শুন্যে মহাশুন্যে আকাশে বাতাসে হাওয়ার
রতে বসে বসে,সৃস্টির মহা উল্লাসে।খ্যাপা
এবার তপতির তপে নেমেছেরে নেমেছে।
আকাশ বাতাস ভেদ করিয়া খ্যাপা এবার
যাবে সত্যগ্রহে।যেতায় খ্যাপার প্রেমিকা রহে।
মহা মিলনে মিলবে এবার দুজনে কথা হয়েছেরে
কথা হয়েছে।
ভূলকে দূলকে খ্যাপা রতের রথী হয়েছে।
যুদ্ধবিদ্যা শিখে খ্যাপা রনে নেমেছে।
শুন্যে মহাশুন্যে আকাশে বাতাসে হাওয়ার
রতে বসে বসে,সৃস্টির মহা উল্লাসে।খ্যাপা
এবার তপতির তপে নেমেছেরে নেমেছে।
আকাশ বাতাস ভেদ করিয়া খ্যাপা এবার
যাবে সত্যগ্রহে।যেতায় খ্যাপার প্রেমিকা রহে।
মহা মিলনে মিলবে এবার দুজনে কথা হয়েছেরে
কথা হয়েছে।