ঔরে খ্যাপা-খ্যাপা মন মনরে আমার,
অন্যায় করে তুই তো বেঁচে যাবি,
মারবি তুই আমারে।ভাল কর্মে ভাল
ফল,মন্দ কর্মে রসাতল,তুই কেন বুঝিসনারে।
ঔরে খ্যাপা-বুঝেসুজে চলরে তুই সৎ
পথে চালা আমারে।দোষ গুন তো
সবার আছে,জেনে শুনে দোষ করিলে
কারো খমা নাইরে।
ঔরে খ্যাপা-তুইতো দোষ করাবি গোপনে
সাজা পাব আমিসবার সামনে।ছোট লোকে
বলবে মোরে কত কটু কথা।বড় লোকে
দিবে কত ব্যাথা।বল আমি কেমনে সইবরে।
অন্যায় করে তুই তো বেঁচে যাবি,
মারবি তুই আমারে।ভাল কর্মে ভাল
ফল,মন্দ কর্মে রসাতল,তুই কেন বুঝিসনারে।
ঔরে খ্যাপা-বুঝেসুজে চলরে তুই সৎ
পথে চালা আমারে।দোষ গুন তো
সবার আছে,জেনে শুনে দোষ করিলে
কারো খমা নাইরে।
ঔরে খ্যাপা-তুইতো দোষ করাবি গোপনে
সাজা পাব আমিসবার সামনে।ছোট লোকে
বলবে মোরে কত কটু কথা।বড় লোকে
দিবে কত ব্যাথা।বল আমি কেমনে সইবরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন