মাছের আগে পঁচে মগজ,মানুষের
পঁচে কলিজা্।মরার পরে সকল
জীবের হবেরে এমন নতিজা্।
খ্যাপা মন মনোরে আমার---
অমূল্য ধন তোর শিখ্খা দীখ্খা
হাত পাতিলে গ্যনবুদ্দি পায়নারে
ভিখ্খা।আঁধারে রাখবে তোরে
অশিখ্খা কুশিখ্খা।দিন থাকিতে
ভজ তারে সোজা সোজা।
খ্যাপা মন মনোরে আমার---
জাত পাতের বিচার করিসনারে
কভু।মেনে নেরে সবার মাথার
উপর আছেন একজন প্রভূ।যে
তোমারে জীবন দিয়া দিবে আবার
মরন সাজা।
পঁচে কলিজা্।মরার পরে সকল
জীবের হবেরে এমন নতিজা্।
খ্যাপা মন মনোরে আমার---
অমূল্য ধন তোর শিখ্খা দীখ্খা
হাত পাতিলে গ্যনবুদ্দি পায়নারে
ভিখ্খা।আঁধারে রাখবে তোরে
অশিখ্খা কুশিখ্খা।দিন থাকিতে
ভজ তারে সোজা সোজা।
খ্যাপা মন মনোরে আমার---
জাত পাতের বিচার করিসনারে
কভু।মেনে নেরে সবার মাথার
উপর আছেন একজন প্রভূ।যে
তোমারে জীবন দিয়া দিবে আবার
মরন সাজা।
আমি গর্ববোধ করে বলছি আমার প্রিয় মাতৃভাষা বাংলার মত এত মধুর এত মাধুর্য্য আর কোন ভাষা নেই পৃথিবীতে।আমার দীর্ঘ প্রবাসের অভিগ্গতা থেকে বলছি।বাংলা ভাষায় যে ভাবে সুন্দর করেআদপ কায়দার সাথে বলা যায় অন্য কোন ভাষাতে সে ভাবে বলা যায় না।
উত্তরমুছুনআমি দেখেছি বিদেশী অনেক ভাষায় একটা শব্দের তিন রকম অর্থ।একটা জিনিসকে অনেক শব্দ দিয়ে বুঝানো যায়,কিন্তু গরুকে তো ঘোড়া বলা যায় না।
আসুন আমরা সবাই বাংলা ভাষাকে ভালবাসি,বিশ্বমাঝে উঁচু করে ধরি।
মাঝে মধ্যে আমি আল্লাহর কাছে জিগ্গেস করি,হে রাব্বুল আল্ আমিন আমার প্রিয় এত মধুর বাংলা ভাষা থাকতে তুমি কেন মানবের মঙলের জন্য প্রবিত্র মজিদে কোর্ আন কেন আরবি ভাষায় নাযেল করেছো।দেখো হে জগত প্রভু,আমরা আজ কথা বলতেই কি মধুর গান কবিতা হয়ে মুখ থেকে বাহির হয়।দেখো এ বাংলার জন্য আমার ভাইয়েরা কেমন করে সহীদ হয়েছে।দেখো আমরা কেমন করে ফুলে ফুলে ভেরে দেই সহীদ মিনার।
উত্তরমুছুনআধুনিক বিপ্লবী বাংলাদেশের বাঙালীকেই বাংলা ভাষাকে রখ্খা করতে হবে।