মরন দশার দাশরে আমি খ্যেপা
হতাশায় কি দঃখ যায় মাপা।
আমার মরার পরেরে তুই সব
করিস রপা দপা।
আমার সব কিছু শেষ যাবেরে
তুই থাকিস পাহারা।কাউকে কিছু
বলিসনারে কতো আরলুটেপুটে খাবে
সত্রুরা।সমাধিতে নাম লিখে দিসরে
খ্যেপা,আমাকে দিস মাটি চাপা।
বিবাদ পড়েছি বড় বিপদে,বাধা
পেলাম পদে পদে।সবাই ছিল সবল
কদে কদে, আমার সকল বরবাদে।
তুই হলিরে মোর ভাগ্য বিধাতা,
আমার প্রানো নাথ খ্যেপা।
হতাশায় কি দঃখ যায় মাপা।
আমার মরার পরেরে তুই সব
করিস রপা দপা।
আমার সব কিছু শেষ যাবেরে
তুই থাকিস পাহারা।কাউকে কিছু
বলিসনারে কতো আরলুটেপুটে খাবে
সত্রুরা।সমাধিতে নাম লিখে দিসরে
খ্যেপা,আমাকে দিস মাটি চাপা।
বিবাদ পড়েছি বড় বিপদে,বাধা
পেলাম পদে পদে।সবাই ছিল সবল
কদে কদে, আমার সকল বরবাদে।
তুই হলিরে মোর ভাগ্য বিধাতা,
আমার প্রানো নাথ খ্যেপা।
বকে চকে কি লাভ হবে, আমরা মানুষ যদি আমরা নিজেরাই না ভাবি আমরা কেন মানুষ হলাম।কেন আমরা প্রতিদিন প্রতিখ্খন এত অন্যায় অনিয়ম করি।নিজের কাছে নিজে কেন এত মিথ্যে বলি।ভাষাহীনরা যাহা নাহি করে আমরা মানুষ হয়ে কেন তাহা করি।কে বলেছে আমরা মানুষ,
উত্তরমুছুনআমাদের এখনোতো হয়নি হুষ।