মাছের আগে পঁচে মগজ,মানুষের
পঁচে কলিজা্।মরার পরে সকল
জীবের হবেরে এমন নতিজা্।
খ্যাপা মন মনোরে আমার---
অমূল্য ধন তোর শিখ্খা দীখ্খা
হাত পাতিলে গ্যনবুদ্দি পায়নারে
ভিখ্খা।আঁধারে রাখবে তোরে
অশিখ্খা কুশিখ্খা।দিন থাকিতে
ভজ তারে সোজা সোজা।
খ্যাপা মন মনোরে আমার---
জাত পাতের বিচার করিসনারে
কভু।মেনে নেরে সবার মাথার
উপর আছেন একজন প্রভূ।যে
তোমারে জীবন দিয়া দিবে আবার
মরন সাজা।
পঁচে কলিজা্।মরার পরে সকল
জীবের হবেরে এমন নতিজা্।
খ্যাপা মন মনোরে আমার---
অমূল্য ধন তোর শিখ্খা দীখ্খা
হাত পাতিলে গ্যনবুদ্দি পায়নারে
ভিখ্খা।আঁধারে রাখবে তোরে
অশিখ্খা কুশিখ্খা।দিন থাকিতে
ভজ তারে সোজা সোজা।
খ্যাপা মন মনোরে আমার---
জাত পাতের বিচার করিসনারে
কভু।মেনে নেরে সবার মাথার
উপর আছেন একজন প্রভূ।যে
তোমারে জীবন দিয়া দিবে আবার
মরন সাজা।