বাউলরে তোর একতারাটি কেমনে এমন
বাতাসে বাজে।গুরিসরে তুই পথে পথে
কোন দিন দরদী সাঁইয়ের খোঁজে।
বাউলরে তুই খুজিস যারে,পথে পথে গুরে।
থাকেন তিনি লখ্খকুঠী যোজন দুরে।
আলোর নাচন করেন তিনি আরসি নগর
জুড়ে।শীশ মহলে থাকেন তিনি সাধুর সাজন
সেজে।
বাউলরে তুই কার কথা ধরি,একতারারে
সান্গী করি।সাত আসমানে দিলিরে পাড়ি।
খ্যাপা বলে পাবি তারে সহজে,তুই ডুব
দিয়া দেখ প্রেম যমুনার মাঝে।
বাতাসে বাজে।গুরিসরে তুই পথে পথে
কোন দিন দরদী সাঁইয়ের খোঁজে।
বাউলরে তুই খুজিস যারে,পথে পথে গুরে।
থাকেন তিনি লখ্খকুঠী যোজন দুরে।
আলোর নাচন করেন তিনি আরসি নগর
জুড়ে।শীশ মহলে থাকেন তিনি সাধুর সাজন
সেজে।
বাউলরে তুই কার কথা ধরি,একতারারে
সান্গী করি।সাত আসমানে দিলিরে পাড়ি।
খ্যাপা বলে পাবি তারে সহজে,তুই ডুব
দিয়া দেখ প্রেম যমুনার মাঝে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন