দুধের মূল্য না হয় তোমায় দেবো
গো মা-বলো মা্টির মূল্য মোরা
কারে দেবো।কার চরনে লুটে পড়ে
আকূল হয়ে সালাম জানাবো।
যে মাটির পরে বাঁচি মোরা,যে
মাটিতে মোদের জীবন ধারা।যে
মাটির গন্ধ মোদের রক্তে বহে,
যে মাটি আছে সত্য গ্রহে।বলো
সে মাটির মূল্য মোরা কারে দেবো।
যে মাটি দিয়ে গড়া মোদের দেহ
মন।যে স্যমল মাটি অঙে মাথি
সাজি রঙের সাজন।যে মাটির ঘরে
শুয়ে দেখি স্বপন।যে মাটির পরে
দাঁড়িয়ে সূখে গুড়ি উড়াই দুর গগন।
বলো সে মাটির মূল্য মোরা কারে দেবো।
যে মাটিতে জন্মেছে কত দেব দেবি।
কত গুনি মুনি ঋষি,কত বাউল কবি।
যে মাটিতে ফলে সোনা দানা।
যেথায় কুটুম পাখির আনাগোনা।
যে মাটির টানে মোরা যুদ্ধ করি,
যে মাটির টানে মোরা গান ধরি,
বলো সে মাটির মূল্য মোরা কারে দেবো।
গো মা-বলো মা্টির মূল্য মোরা
কারে দেবো।কার চরনে লুটে পড়ে
আকূল হয়ে সালাম জানাবো।
যে মাটির পরে বাঁচি মোরা,যে
মাটিতে মোদের জীবন ধারা।যে
মাটির গন্ধ মোদের রক্তে বহে,
যে মাটি আছে সত্য গ্রহে।বলো
সে মাটির মূল্য মোরা কারে দেবো।
যে মাটি দিয়ে গড়া মোদের দেহ
মন।যে স্যমল মাটি অঙে মাথি
সাজি রঙের সাজন।যে মাটির ঘরে
শুয়ে দেখি স্বপন।যে মাটির পরে
দাঁড়িয়ে সূখে গুড়ি উড়াই দুর গগন।
বলো সে মাটির মূল্য মোরা কারে দেবো।
যে মাটিতে জন্মেছে কত দেব দেবি।
কত গুনি মুনি ঋষি,কত বাউল কবি।
যে মাটিতে ফলে সোনা দানা।
যেথায় কুটুম পাখির আনাগোনা।
যে মাটির টানে মোরা যুদ্ধ করি,
যে মাটির টানে মোরা গান ধরি,
বলো সে মাটির মূল্য মোরা কারে দেবো।
দেশের গান আমার খুবি প্রিয়।দেশের গান লেখার সময় আমি আবেগে আপ্লুত হয়ে।দুচোখ ভরে জল এসে যায়।সুদুর প্রবাসে নিজের শরিরে স্বদেশের মাটির গন্ধ পাই,আর সে গন্ধের মাঝে আমার রক্ত মাংসের মায়ের অস্তিত্ব টের পাই।আমি ভালবাসি আমার মা-কে,
উত্তরমুছুন